Confirmation of Service in School
Home › Forums › Appointment › Confirmation of Service in School
- This topic is empty.
-
AuthorPosts
-
September 18, 2012 at 7:02 pm #74246AnonymousInactive
প্রসেঞ্জিতবাবু,
যদিও আমি শিক্ষক মহাশয় দের চাকুরীর শর্তাবলী বিষয়ে খুব একটা কিছু জানিনা, তবু ও আমার মনে হয় আপনার উচিৎ আপনার কনফার্মেশনের বিষয়ে এইচ এম এর মাধ্যমে এম সি কে আবেদন করা । এম সি যদি কোন ব্যাবস্থা না নেয় তবে একই পদ্ধতিতে ডি আই কে আবেদন করুন। মৌখিকভাবে কিছু করার থেকে লিখিত ভাবে দিলে তা ভবিষ্যতের পক্ষে সহায়ক হয়।
যদি কোনরূপ অনধিকারচর্চা করে থাকি তবে নিজগুনে ক্ষমা করে দেবেন।September 19, 2012 at 2:23 am #74244AnonymousInactiveসুপ্রভাত তন্ময়দা,
আমাদের এই ফোরামের সকল সদস্যদের তাদের নিজস্ব মতামত দেওয়ার স্বাধীনতা বর্তমান বলে আমি মনে করি, সুতরাং সেখানে অনধিকারচর্চা বলে কিছুই নেই……।।
প্রকৃত ঘটনা হল আমাদের মাদ্রাসার আর্থিক দুর্নীতির জন্য কমিটি ওনাকে (টি আই সি)সরে যাওয়ার কথা বলেছেন, টি আই সি চাইছেন আমরা তিনজন শিক্ষক প্রতিনিধি যেন ওনার পাশে থাকি, কিন্তু আমরা কেউই তাতে রাজি নই। তাই সম্ভবতঃ উনি ক্রোধবশতঃ আমার সাথে এরূপ আচরণ করছেন।
……………………………………………………………………।
আমি কি স্থায়িকরন করার আবেদন সরাসরি ডি আই কে করতে পারি ???
উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদান্তে প্রসেঞ্জিত বিশ্বাস।September 19, 2012 at 4:16 am #74252AnonymousInactiveপ্রসেঞ্জিত ভাই,
সুপ্রভাত, আপনি “যথা বিহিত নিয়মানুসারে” / “Through proper channel” অনুসারে আবেদন করলে সেটা সঠিক পথ বলে গণ্যকরা হয়ে থাকে। পরবর্তীকালে কোনরূপ অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে না।September 19, 2012 at 11:01 am #74257AnonymousInactiveAmi Tanmoy babur songe ek mot! “through proper channel” -e apply na korle seta correct official procudure hobe na ebong D.I. accept korbe na.
September 19, 2012 at 4:11 pm #74267AnonymousInactiveস্থায়িকরনের ব্যাপারে সরকারি নিয়মটা একবার দেখা যাক
“As per Circular No. 43/56 dated 28.08.1956 last para :If a teacher has been serving in a school against a permanent vacancy continuously for more than two years and no specific decision has been taken by the Managing Committee regarding his confirmation or otherwise in a meeting held within a month of completion of the period of probation, such teacher shall be considered to be a confirmed teacher.”
আমার প্রশ্ন হল
১- আমি কি এই নিয়মের আওয়তায় পড়তে পারি? যদি হ্যাঁ হয়, তবে কিভাবে এগোব?
২- কমিটি যদি কোন সাহায্য না করে তবে আমার কি করণীয়?
উত্তরের অপেক্ষায়
প্রসেঞ্জিত বিশ্বাসSeptember 19, 2012 at 5:41 pm #74273AnonymousInactiveYou informed them about the circular and when MC meeting will come then you ask to do so . It will be the form of a certificate or a form of letter (to you). Signed by the Secretary. It is necessary.
-
AuthorPosts
- You must be logged in to reply to this topic.