Asst. Teacher, Absent on the Day of Bharat Bandh
- This topic is empty.
-
AuthorPosts
-
October 4, 2012 at 5:12 pm #67954AnonymousInactive
An assistant teacher (HS School) was absent, intentionally, on 20-Sep-2012 (Bharat Bandh). He wants ways to bypass any govt. action.
October 4, 2012 at 5:34 pm #74689AnonymousInactiveSorry, but I could not understand, what you are asking about.
October 5, 2012 at 12:25 pm #74694AnonymousInactive*বিষয়টি নিয়ে আমি ও কিছু বলতে চাইছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না।কিন্তু এই ফোরাম যেহেতু ফোরাম-পরিবারের ভালো-মন্দ,সুখ-দুঃখ,জানা-অজানা বিষয়ে শেয়ার করে,পরামর্শ দেয়,সেই জন্য হেডিংটি দেখে দু’একটি অভিজ্ঞতার কথা না বলে পারছি না। যাঁরা intentionally আসেননি, তাঁদের কথা আলাদা। কিন্তু যাঁরা আসতে চান,তাঁদের দুরবস্থার কথা,এক মাত্র ভুক্তভোগীরাই বোঝেন। যাঁরা শহর থেকে গ্রামের অতি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যহ স্কুলে/কাজে যান তাঁদের কথা একবার ভেবে দেখার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি। আমার জানা কয়েকজন দিদিমনি কেউ ডানলপ,কে্উ রাজারহাট কেউ মধ্যমগ্রাম থেকে শিয়ালদহ হয়ে ক্যানিং এসে ভাড়া করা রিজার্ভ গাড়িতে বাসন্তি পেরিয়ে আরো ৮/৯ কিমি যান।(যাওয়া আসা প্রায় ১৫০/১৬০ কিমি-র ও বেশী)। ৭টায় বের হন। ক্যানিং পৌঁছান প্রায় ১০টায়। ১১টায় স্কুল ধরেন ।গাড়ী-ঘোড়া না চললে কি অবস্থা হয়,ভাবা যায় ! এখানে কোনো সরকারী গাড়ী-ঘোড়াও চলেনা ।আবার ভাড়া করা রিজার্ভ গাড়ীটাও ঐ দিন ভয়ে বেরোয় না,যদি তার গাড়ীটার কেউ ক্ষতি করে দেয়! অদৃষ্টের কী নিষ্ঠুর পরিহাস! তাঁর CLআছে, MEDICAL আছে, HALF PAY LEAVE ও জমা আছে ।তবুও তিনি হাজিরা না দিলে তাঁকে শাস্তি (বেতন কাটা কিংবা চাকরিতে ছেদ পড়ার মতো কোনো শাস্তি) পেতে হবে।একজন মহিলার পক্ষে, শুধু মহিলা কেন,একজন পুরুষের পক্ষেও বন্ধের আগের দিন স্কুলের কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা করা অসম্ভব । অথচ,যাদের জন্য স্কুলে আসা,সেই ছাত্র/ছাত্রীরাই ওই দিন স্কুলে আসে না ।এটাই বাস্তব ,চরম সত্য।
**যাঁরা গ্রামের থেকে শহরে আসেন তাঁদের সামনে শহরে একটা রাত কাটানো তেমন অসুবিধার বলে মনে হয় না। প্রয়োজনীয় সবকিছু (থাকা-খাওয়া) খুবই সহজলভ্য ।
*** এই ফোরামের পক্ষ থেকে কি কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন/নিবেদন করা যেতে পারে ?
**** এই পোস্টিংটি করে যদি ফোরামের নিয়ম লঙ্ঘন করে থাকি কিংবা নিয়ম বহির্ভূত বিষয় হয়ে যায়,তাহলে সবাই আমার অজ্ঞতার জন্য ক্ষমা করবেন।
নমস্কারান্তে।October 5, 2012 at 7:27 pm #74699AnonymousInactive*** এই ফোরামের পক্ষ থেকে কি কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন/নিবেদন করা যেতে পারে ?
I support this kind of role from the part of this forum.(We had a discussion on this matter earlier in this forum). It can be another wing of Adil’s ambisious “Source Bank”. I request the admin,moderators and all members to give a thought once again.
October 15, 2012 at 12:24 pm #74802AnonymousInactiveSame thing was happened at 28/02/2012….
We’ld change the definition of “Democracy”. -
AuthorPosts
- You must be logged in to reply to this topic.