আমি বি.এ তৃতীয় বর্ষে ভর্তি হবো এবার,এদিকে ডি.এড এ ভর্তির জন্য ফর্ম ফিলাপ করেছি। আমাদের কলেজে ক্লাস সেরকম হয়না শুধু পরিক্ষার বসলেই হয়ে যায়, ক্লাসে উপস্থিতি দেখা হয়না।
তাই ভাবছি এক বছর একই সাথে ডি.এড ও করি। কিছু পোস্ট দেখলাম যে দুটি রেগুলার কোর্স একি সাথে করা যায় না।
আমার প্রশ্ন হচ্ছে – যেহেতু আমি এবার বি.এ ৩য় বর্ষে সেহেতু যদি আমি ডি.এড এ ভর্তি হই তাহলে আমার ডি.এড কোর্স এক বছর পরে শেষ হচ্ছে অর্থাৎ B.A পাশ করার পর আর ও এক বছর D.ED পরতে হচ্ছে। এভাবে দুটি কোর্স এক বছর (B.A 3rd year+ D.ED 1 st year) এক সাথে করা কি ঠিক হবে ? নাকি B.A Complete করে D.ED করলে ভালো হবে ?
ধন্যবাদ।