Pay protection and Increment

Home Forums Pay & Allowances Pay protection and Increment

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #102500
    Mr. Tarafder
    Participant

    *সবাইকে আন্তরিক ভাবে অনুরোধ করা হচ্ছে দয়া করে একটু পড়বেন এবং এই সমস্যাগুলির কোনও সমাধান, সাজেশন জানা থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন।*

    ⭕ আমি ২০১৯ সালের ১লা নভেম্বর ওয়েস্ট বেঙ্গল পুলিসের সাব-ইন্সপেক্টর পদে জয়েন করি।

    ⭕ চাকরি করা কালীন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস পরীক্ষা ২০১৮ তে সমস্ত নিয়ম কানুন মেনে ‘NOC’ নিয়ে পার্সোনালিটি টেস্ট /ইন্টারভিউ দিই। রেজাল্ট বের হলে সিলেক্টেড হয়।

    ⭕ ১৭ই মে ২০২৩ সালে সাব ইন্সপেক্টর পদ থেকে লিয়েনে রিলিজ নিয়ে *Assistant Agricultural Marketing Officer (Administrative)* পদে ১৮ই মে ২০২৩ জয়েন করি।

    ⭕ আমি সাব ইন্সপেক্টর পদে লাস্ট স্যালারি ৩৫১০০/- টাকা বেসিক পে অনুযায়ী পাচ্ছিলাম। কিন্তু আমি AAMO(A) পদে জয়েন করার পর থেকে ৩২১০০/- অর্থাৎ এখানকার প্রাথমিক বেসিক পে অনুযায়ী স্যালারি পাচ্ছিলাম।

    ⭕ দু বছর চার মাস পরে ফিন্যান্স থেকে অর্ডার করাতে পারলাম যে আমার নতুন পোস্টে ৩৫১০০ অর্থাৎ পুরনো পোস্টের লাস্ট পে অনুযায়ী স্যালারি স্টার্ট হবে।

    ⭕ কিন্তু ফিন্যান্সের অর্ডারে লিখেছে পরের ইনক্রিমেন্টটা ০১/০৭/২০২৪ সালে হবে। সেক্ষেত্রে ২০২৩ সালের ইনক্রিমেন্টটা আমার ল স যাচ্ছে। কিন্তু WBSR-I 48(b) এবং 42A(b) তে বলা আছে পারমিশন নিয়ে কেউ নতুন দপ্তর/পোস্ট জয়েন করলে তার সাডেন ফাইন্যান্সিয়াল রিডাকশন হতে পারে না।

    ⭕ আমার ডিরেক্টরেট থেকে বলছে প্রথম থেকে সার্ভিসটা কাউন্ট হবে কিন্তু ইনক্রিমেন্টের জন্য নতুন পোস্টে ৬ মাস চাকরি করা লাগবে। ( আমার ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, এটা নতুন জয়নি দের জন্য প্রযোজ্য)

    ⭕ওদিকে আবার ফিন্যান্সের অর্ডার 6042-F(p2) dated 7th November 2019 এ বলা হয়েছে যে বছরটা ইনক্রিমেন্টের জন্য কাউন্ট হবে না সেটা সার্ভিস কন্টিনিউয়েশনের ক্ষেত্রেও ধরা হবেনা। এখানে সরকারের একটা অর্ডার আর একটা অর্ডারকে কনট্রাডিক্ট করছে।

    এখন আমি কি করতে পারি যাতে করে আমার ওই বছরের ইনক্রিমেন্টটা লস না হয়। কাইন্ডলি একটু গাইড করবেন।

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.