সুপ্রিয় সাথী
আমরা ডাটা এন্ট্রি অপারেটর, আমাদের নাম কোথাও ভি.এল,ই কোথাও ভি.এল,ডি.ই.ও কোথাও ডি.ই.ও এক এক যায়গায় এক এক রকম । অর্থাত আমাদের পদের কোনো ঠিক নেই। কাজ সারা দিন কমপিউটারের সামনে বসে ডাটা এন্ট্রি করা। পঞ্চায়েতের প্রায় সকল কাজ নিভর্র্ করে আমাদের উপর, অথচ আমাদের নির্দিষ্ট কোনো মাস মাইনে নেই। কিন্তু আর কতকাল এভাবে চলবে? যদি এখনই আন্দোলন শুরু করা না যায় তবে বাকী জীবনটা এভাবেই কাটাতে হবে। বন্ধুরা, আমাদের ডাটা এন্ট্রির উপর নিভর্র্ করে পঞ্চায়েতের এম.জি.এন.আর.ই.জি.এ ফান্ড। শুধু তাই নয় কেন্দ্র থেকে আমাদের রাজ্যের যে এন.আর.ই.জি.এ ফান্ডের টাকা দেয় সেটাও অনলাইন এন্ট্রি দেখে। এমতবস্থায় আমরা যদি সকলে মিলে এক সাথে একই দিন থেকে, ডাটা এন্ট্রির নয়, শুধুমাত্র ডাটা আপলোড বন্ধ করি তাতেই আমাদের প্রয়োজনীতা সকলে বুঝতে পারবে। আসুন বন্ধুরা সকলে মিলে এই ধরণের আন্দোলন করার জন্য ভাবে প্রস্তুত হই।