ANTTI
Forum Replies Created
-
AuthorPosts
-
ANTTIParticipant
এই সপ্তা শেষ হতে আর মাত্র ২দিন বাকী। এর মধ্যে রেজাল্ট না বেরোলে কী ধরবো, আপনি কোন পক্ষের দালাল?
ANTTIParticipantমাননীয় অ্যাডমিন মহাশয় ও মান্যবর ডি.দাস মহাশয়ের প্রতি নিবেদন
মান্যবর মহাশয় ডি.দাস,
এর আগেও একবার DPSC OFFICE, (24 PGS NORTH) বারাসাত, অভিজান করা হয়েছিল, তার গতি প্রকৃতি সম্বন্ধে আশাকরি আপনি আবগত। আমি জানি না, এই ব্লগের অ্যাডমিন আপনি কি না, যদি আপনি অ্যাডমিন হন তবে ঠিক আছে, কিন্তু যদি না হন তবে অ্যাডমিন মহাশয়ের অনুমতি ছাড়া এভাবে জমায়েত হওয়ার আবেদন করা উচিৎ কি না তা নিয়ে আমি দ্বিধান্বিত। আবার আপনি অ্যাডমিনের অনুমতি সাপেক্ষে করছেন কি না তাও পরিষ্কার করেননি। আমাদের এই আন্দোলনের রূপরেখা কি রূপ, তার উপর কিঞ্চিৎ আলোকপাত করলে খুব উপকার হোতো। “হোক কলরব” এর শেষ দিকে এসে কিন্তু তাদের গায়ে রাজনীতির ছাপ লেগে গেছিল। আমার ব্যক্তিগত মতামত হল যে, আমাদের গায়েও সেই ছাপ লাগা বাঞ্ছনীয় নয়, এ প্রসঙ্গে সকলের সাথে না হোক অন্তত এই আন্দোলনে যে বা যারা নেতৃত্ব দেবেন তাদের সাথে কিঞ্চিৎ আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি, একারণে যোগাযোগ হেতু কোনো মোবাইল নম্বর দিলে খুবই ভালো হয়। আর একটা কথা হোলো যে গাছের গোঁড়ায় জল ঢালার লোক পাওয়া যায় না, কিন্তু ফল খাবার বেলায় সবারই বড় ফলটা সবার আগে চাই। তাই বলছি যারা যারা অবশ্যই আসবে, তাদের লিখিত সম্মতি এই ব্লগেই নেওয়া যায় কি? একবার ভেবে দেখতে পারেন। আমি চাই এই আন্দোলন যেন কোনো ভাবেই ছন্নছাড়া না হয়, বরং তা যেন একটি সুদৃঢ় সাংগঠনিক ভাবে হোক, যাতে বিফলে না যায়।
সর্বপরি, আমার যখনই DPSC OFFICE যাবো, উনার বলবেন যে কোর্ট কেসের জন্য উনারা কিছুই করতে পারবেন না, তাই আমদেরও উচিৎ পুর আটঘাট বেঁধে তবেই যাওয়া। সেই হেতু আদালতে কি কেস আছে তার বর্তমান অবস্থা কি, তাতে যে নিয়োগে কোনো বাঁধা নেই এরকম কোনো মুদ্রিত দস্তাবেজের প্রতিলিপি নিয়ে যাওয়া যায় কি না ভেবে দেখবেন একবার, এই অনুরোধ রইল। সব শেষ আমার কথায় আসি, আমি প্রচণ্ডই অসুস্থ, আগামী ৩ তারিখে আমার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য দিন নির্ধারিত আছে তাই আমি ঐ দিন আসতে পারব না, এটুকু যদি মার্জনা করেন তবে আমি কথা দিচ্ছি যে, আমি যত আসুস্থই হই না কেন ৪ তারিখে অবশ্যই DPSC OFFICE, (24 PGS NORTH) বারাসাতে আসব।
ধন্যবাদান্তে
অ্যান্টিANTTIParticipantআজও শুনানির জন্য কেস ওঠেই নি। কবে উঠবে জানি না। মনে হচ্ছে, যাদের ট্রেনিং নেই তাদের আর কোনো আশাই আর বাকী থাকল না।
ANTTIParticipantআজ শুনানি বাতিল হয়েছে। সেটা কাল দুপুর ১ টায় হওয়ায় কথা আছে। জানি না কালও হবে কি না। খুব সম্ববত হবে। সিওর নই। যতদূর মনে হচ্ছে এই মাসে কোনো ফয়সালা হবে না। যাদের ট্রেনিং নেই, মনে হচ্ছে তাদের আর চাকরি পাওয়া হোলো না। যদিও পুরোটাই শোনা খবর। তাই বিশ্বাস করতে মন চায় না। আবার বাস্তব বুদ্ধি কোন আশা দেখতে পারছে না।
ANTTIParticipantজনাব হাফিজ উল,
এই কোর্ট কেসগুলির সম্বন্ধে লেটেষ্ট আপডেট নিউজ কি ভাবে পেতে পারি তা বিষদে জানালে বাধিত হব।
ধন্যবাদ।ANTTIParticipantএই ব্লগের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। কিন্তু কি ভাবে করা যায় সেটা আমারো জানা নেই। অ্যাডমিন মহাশয় ইতোমধ্যে এ ব্যাপারে কিছু ভেবেছেন কি না জানি না। অতয়েব আন্দোলন বা অনশন এর ভবিষ্যত নিয়ে আমি আশাবাদী হতে পারছি না।
ANTTIParticipantরেজাল্ট বেরোনোর সম্ভাবনা তো ডিস্বম্বর মাস থেকেই তৈরি হয়ে আছে। শেষ মেষ আদৌ কি বেরোবে। আমার তো মনে হ্য় না। কারো কোনো নির্দিষ্ট দিন জানা থাকলে জানাবেন খবরের উৎস সহ, কোর্ট কেসের আপডেট খবর কারো জানা থাকলে জানাবেন। ১৫ মার্চের পর আর কিছুই কিন্তু হবে না।
ANTTIParticipantঅনশন তো বুঝলাম, কিন্তু কোর্ট কেসের আপডেট খবর কি, সেটা কি কেউ ব্লতে পারবেন দ্যা করে……
ANTTIParticipantউত্তর ২৪ পরগঅনার কোনো আপডেট খবর কি কেউ জানাতে পারবেন। আজ এইমাত্র, DPSC NORTH OFFICE বারাসাত থেকে ঘুরে এলাম। কেউ কোনো কথাই বোলতে চাইছে না সেখানে। পরে একজন UNOFFICIALLY বোললো যে, কোর্টের রায় না বেরোনোর আগে কিছুই বলা যাবে না। আমি জানি না তার বক্তব্য কতটা সঠিক। কারো কিছু জানা থাকলে, জানাবেন প্লিজ।
ANTTIParticipantনিত্যানন্দ বাবু আপনি বলছেন সামনের সপ্তাহে রেজাল্ট বেরোবে, অর্থাৎ ৯ তারিখ থেকে ১৪ তারিখ এর মধ্যে। আগামি শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০১৫ তে বনগাঁয় উপনির্বাচন যতদূর মনে হয় ১৯ তারিখে ফলাফল। ভারতীয় সংবিধান বলেছে নির্বাচনের দিন ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল না বেরোনো পর্যন্ত কোনো নিয়োগ করা যাবে না, (সরকারি দপ্তরে)। কার বক্তব্য সঠিক, আপনার না ভারতীয় স্নহবিধানের… ?
-
AuthorPosts