WBXPress

Appointment of Primary Teachers by DPSCs

Home Forums Appointment Appointment of Primary Teachers by DPSCs

Viewing 10 posts - 3,291 through 3,300 (of 4,215 total)
  • Author
    Posts
  • #42632
    pin2
    Participant

    RIGHT
    EK DOM TIK
    KONO CASE NOI
    OTA SUDHU CAUSE
    SOBAI KEY BOKA BANANOR

    #42633
    debapratim77
    Participant

    Kal k nki net a akbr result akbr dea tule nea6e.. Is it true?

    #42634
    pin2
    Participant

    VUL
    AMI ON LINE A CHILAM
    JADI DITO
    AMI COMMAND POST KORTAM
    …. .FOR YOURS KIND INFORMATION

    #42635
    D.Das
    Participant

    Bondhura amra 4th march north dpsc ta aschi tomra sobai aso nijader dabi aday kora nao. Only net nea comment na kora please sobai k earnestly request korchi tomra aso and amader movement ta success koro. Without doing any movement amra kono vaba success hobo na 4 tarik 11 am north 24 pargana dpsc ta tomader sobai k asa chai. Amra chesta korchi media nea asar r ata karo akar problem na tomra o amader help koro movement ta successfully korar jonno.

    #42636
    D.Das
    Participant

    অনেক দেখেছি ।
    অনেক চুপ থেকেছি ।
    আর নয় । সরকার আমাদের মত বেকার
    ছেলেদের emotion নিয়ে অনেক খেলেছে ।
    বন্ধু গন সরকারের ভ্রান্ত নীতির
    কারনে আমরা সেই 2009 সাল থেকে আজ
    পর্যন্ত suffer করে চলেছি । শুধু তাই নয়
    বুকের ভিতর একটা আতঙ্ক
    নিয়ে ঘুরে বেড়াচ্ছি ।
    বন্ধুগন বলতে পার আর কত দিন সেই
    আতঙ্ক নিয়ে বেঁচে থাকব…..???
    প্রতিদিন একটু একটু করে মরার
    থেকে একেবারে মরা ভাল নয় কি…..???
    প্রতিদিনই শুনতে পাই রেজাল্ট খুব
    তাড়াতাড়ি দেবে ।
    কখনো কখনো এমনো শোনা যায় আজ
    দেবে ।
    বন্ধুগন এই উতকন্ঠা আর হতাশায়
    তিলে তিলে আপন মনের উপরেই যেন নিত্য
    বলাতকার করে চলেছি প্রতিনিয়ত । যেন
    আপন বিবেকের সাথে সমঝোতায় দিন
    কাটে সকলের ।
    এই রোজনামচা থেকে পরিত্রান পেতে আসু
    সকলে পায়ে পায়ে এগিয়ে আসি এক
    বিক্ষোভ মিছিলে ।
    3/3/15 বালিগঞ্জ ও 4/3/15 বারাসাত
    DPSC তে সকাল 10টায় চলে আসুন
    আমরা চেয়ারম্যানের মুখ
    থেকে প্রতিশ্রুতি নিয়ে আসি ।
    আপনি এক পা এগিয়ে এলে আপনার
    পেছনে থাকে একশত বন্ধু এক
    পা এগোবো একে একে দশহাজার
    পরীক্ষার্থী এক পা এগিয়ে আসবে ।
    তাহলে সরকারের উপর চাপ সৃষ্টি করে SSC
    র মত “হোক কলরব ” এর স্লোগান
    তুলে আমাদের দাবীকে বাস্তবায়িত করার
    পথ সুনিশ্চিত করি ।

    #42637
    d.c
    Participant

    AMADER SATHE SORKAR DINER PORDIN MITHYA PROTISRUTI DEYE SOHOBAS KORCHE EDER CHOROM SASTI HOK.TAI 4 TARIKH “HALLA BOL”.

    #42638
    d.c
    Participant

    nityananda BABU KI BEPAR RESULT ER KHOBOR BOLUN. APNI TO DPSCN24 ER CHAIRMAN.CHUP KENO?APNI EKTU HALKA KORE MUTE SUE PORUN,GHUM VALO HOBE.AMADER EMOTION NEYE KHELE HEAVY VALO LAGE TAI NA.

    #42639
    ANTTI
    Participant

    মাননীয় অ্যাডমিন মহাশয় ও মান্যবর ডি.দাস মহাশয়ের প্রতি নিবেদন

    মান্যবর মহাশয় ডি.দাস,
    এর আগেও একবার DPSC OFFICE, (24 PGS NORTH) বারাসাত, অভিজান করা হয়েছিল, তার গতি প্রকৃতি সম্বন্ধে আশাকরি আপনি আবগত। আমি জানি না, এই ব্লগের অ্যাডমিন আপনি কি না, যদি আপনি অ্যাডমিন হন তবে ঠিক আছে, কিন্তু যদি না হন তবে অ্যাডমিন মহাশয়ের অনুমতি ছাড়া এভাবে জমায়েত হওয়ার আবেদন করা উচিৎ কি না তা নিয়ে আমি দ্বিধান্বিত। আবার আপনি অ্যাডমিনের অনুমতি সাপেক্ষে করছেন কি না তাও পরিষ্কার করেননি। আমাদের এই আন্দোলনের রূপরেখা কি রূপ, তার উপর কিঞ্চিৎ আলোকপাত করলে খুব উপকার হোতো। “হোক কলরব” এর শেষ দিকে এসে কিন্তু তাদের গায়ে রাজনীতির ছাপ লেগে গেছিল। আমার ব্যক্তিগত মতামত হল যে, আমাদের গায়েও সেই ছাপ লাগা বাঞ্ছনীয় নয়, এ প্রসঙ্গে সকলের সাথে না হোক অন্তত এই আন্দোলনে যে বা যারা নেতৃত্ব দেবেন তাদের সাথে কিঞ্চিৎ আলোচনা প্রয়োজন বলে আমি মনে করি, একারণে যোগাযোগ হেতু কোনো মোবাইল নম্বর দিলে খুবই ভালো হয়। আর একটা কথা হোলো যে গাছের গোঁড়ায় জল ঢালার লোক পাওয়া যায় না, কিন্তু ফল খাবার বেলায় সবারই বড় ফলটা সবার আগে চাই। তাই বলছি যারা যারা অবশ্যই আসবে, তাদের লিখিত সম্মতি এই ব্লগেই নেওয়া যায় কি? একবার ভেবে দেখতে পারেন। আমি চাই এই আন্দোলন যেন কোনো ভাবেই ছন্নছাড়া না হয়, বরং তা যেন একটি সুদৃঢ় সাংগঠনিক ভাবে হোক, যাতে বিফলে না যায়।
    সর্বপরি, আমার যখনই DPSC OFFICE যাবো, উনার বলবেন যে কোর্ট কেসের জন্য উনারা কিছুই করতে পারবেন না, তাই আমদেরও উচিৎ পুর আটঘাট বেঁধে তবেই যাওয়া। সেই হেতু আদালতে কি কেস আছে তার বর্তমান অবস্থা কি, তাতে যে নিয়োগে কোনো বাঁধা নেই এরকম কোনো মুদ্রিত দস্তাবেজের প্রতিলিপি নিয়ে যাওয়া যায় কি না ভেবে দেখবেন একবার, এই অনুরোধ রইল। সব শেষ আমার কথায় আসি, আমি প্রচণ্ডই অসুস্থ, আগামী ৩ তারিখে আমার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য দিন নির্ধারিত আছে তাই আমি ঐ দিন আসতে পারব না, এটুকু যদি মার্জনা করেন তবে আমি কথা দিচ্ছি যে, আমি যত আসুস্থই হই না কেন ৪ তারিখে অবশ্যই DPSC OFFICE, (24 PGS NORTH) বারাসাতে আসব।
    ধন্যবাদান্তে
    অ্যান্টি

    #42640
    Mosiur Rahaman
    Participant

    Sir a gulo ki hochaaaa,.

    #42641
    WBXPress Team
    Keymaster

    No responsibility is taken by WBXPress.com for any views, opinions or statements expressed by the commentators on this site. See Guidelines for more details.

Viewing 10 posts - 3,291 through 3,300 (of 4,215 total)
  • You must be logged in to reply to this topic.